৪৭তম বিসিএসের নন-ক্যাডারে পদ ২০১

  © ফাইল ফটো

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের ১০ ডিসেম্বর থেকে আবেদন করতে বলা হয়েছে। ৩১ ডিসেম্বর  পর্যন্ত ৪৭তম বিসিএসের আবেদন করা যাবে।

এই বিসিএসে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামী বছরের মে মাসে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে পিএসসি।পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৯ম গ্রেডে ৪১ জন, ১০ গ্রেডে ১৫৪ জন এবং ১২তম গ্রেডে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ