জানা গেল ৪৬তম বিসিএস প্রিলির সর্বোচ্চ নম্বর, পেয়েছেন যতজন
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত মে মাসে। প্রিলি পরীক্ষার প্রায় ৬ মাস হতে চললেও নানা কারণে এখনো লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করতে পারেনি পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১৬৬ বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
সম্প্রতি পিএসসি’র শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে জানা গেছে, ৪৬তম বিসিএসের প্রিলির প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল আসলেই প্রশ্নফাঁস হয়েছে কি না সেটি যাচাই করতে প্রিলিতে উত্তীর্ণ প্রার্থীদের ওএমআর শিট যাচাই করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের আলোকে পরীক্ষায় ভালো করা শতাধিক প্রার্থীর ওএমআর শিট যাচাই করেন কর্মকর্তারা।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র সাবেক এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে সর্বোচ্চ নম্বর ১৬৬। তাছাড়া ১৬০-১৬৬ নম্বর পেয়েছেন চারজন। তারা সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। প্রশ্নফাঁসের বিষয়টি খতিয়ে দেখতেই প্রার্থীদের নম্বর যাচাই করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।’
ওই কর্মকর্তা আরও জানান, ‘যদি প্রশ্নফাঁস হতো, তাহলে পরীক্ষায় কেউ না কেউ অস্বাভাবিক নম্বর পেতেন। অথবা তুলনামূলক পিছিয়ে পড়া কলেজের কেউ মেধাতালিকায় ঢুকে পড়তে পারতেন। তবে তেমন কিছু আমরা পাইনি।’
চলতি বছরের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষায় মোট ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে সব মিলিয়ে ক্যাডার পদ রাখা হয়েছে ৩ হাজার ১৪০টি। এর মধ্যে জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৪৮৯টি। আর টেকনিক্যাল (প্রফেশনাল) ক্যাডারে পদ রয়েছে ২ হাজার ৭৪টি।
এ ছাড়া এই বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।