পিএসসির বিশেষ সভা কাল, আসতে পারে ৪৭তম বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৪:৩১ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ PM
পিএসসির পুনর্গঠিত হওয়ার পর আগামীকাল মঙ্গলবার প্রথম সভা করতে যাচ্ছে পিএসসি। এখানে আটকে থাকা বিসিএস ও আসন্ন ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা হওয়ার কথা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একজন সদস্য বিশেষ সভার বিষয়টি নিশ্চিত করেন। ওই সদস্য গণমাধ্যমকে বলেন, পিএসসির সভা করতে ৬ জন সদস্য দরকার হয়।যেটি এখন পূর্ণ হওয়ায় আগামীকাল সভা ডাকা হয়েছে।
পিএসসি সূত্র জানায়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর ৮ জুলাই থেকে অচল হয়ে পড়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরপর প্রায় চার মাসে কোনো বিসিএসের পরীক্ষা নেওয়া হয়নি বা ফলাফল প্রকাশিত হয়নি। সব মিলিয়ে প্রায় চার মাস হতে চলল, পিএসসির গতি নেই।
গত ৮ জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি, লিখিতসহ গত ১২ বছরে গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্ন কয়েকটি চক্র ফাঁস করেছে বলে সংবাদ প্রচার করে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তখন অনুষ্ঠিত পরীক্ষাগুলো বাতিলের দাবিও তোলেন অনেকে।
প্রচারিত সংবাদের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পিএসসি। সেই কমিটির তদন্ত প্রতিবেদন গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এই প্রতিবেদনে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ কমিশন পায়নি। অভিযোগ ওঠা ও তদন্ত প্রতিবেদন প্রকাশের সময়ে কোনো বিসিএসের ফলাফল প্রকাশ বা পরীক্ষা হয়নি।
গত ৮ অক্টোবর পিএসসির ওই সময়ের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করার পর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয় অধ্যাপক মোবাশ্বের মোনেম।একই সঙ্গে পিএসসির চার সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও মো. নাজমুল আমীন মজুমদার।
তিনটি বিসিএস চাকরিপ্রার্থীরা অনিশ্চয়তায় দিন পার করছেন। প্রার্থীদের দাবি, দ্রুত এই অবস্থার অবসান হোক।
আটকে থাকা বিসিএস পরীক্ষার মধ্যে ৪৪তম বিসিএসের ভাইভা, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতে এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত আছে।