৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০২

পিএসসি’র সভা শুরু

পিএসসি’র সভা শুরু
সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

স্থগিত হওয়া বিসিএসের পরীক্ষার তারিখ নির্ধারণসহ বিভিন্ন নন-ক্যাডারের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষ সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) এ সভা শুরু হয়েছে। সভায় উপস্থিত আছেন পিএসসির চেয়ারম্যানসহ আরো অনেকেই। 

পিএসসি’র একটি দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টরসহ অনেকগুলো নন-ক্যাডারের পরীক্ষার ফল প্রায় প্রস্তুত। এগুলো প্রকাশের বিষয়ে সভায় আলোচনা করা হবে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন স্থগিত হওয়া ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়েও সভায় আলোচনা হবে।