০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫০

‘কোটা আন্দোলন বানচাল করতে বিসিএসের প্রশ্নফাঁসের অভিযোগ তোলা হয়’

সরকারি কর্ম কমিশন  © ফাইল

কোটা সংস্কার আন্দোলন বানচাল করতে এবং পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সম্মান ক্ষুণ্ন করতে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের একটি অংশ।

রবিবার (৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর জমা দেওয়া স্মারকলিপিতে এ দাবি করেন ৪৬তম বিসিএসের পরীক্ষার্থীগণ।

স্মারকলিপিতে তারা বলেছেন, ‘একটি বেসরকারি চ্যানেলের কিছু সাংবাদিক দ্বারা প্রচারিত একটি উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদনকে কেন্দ্র করে আমাদের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। উক্ত রিপোর্টের বক্তব্যগুলো যথাযথ প্রমাণ-বিবর্জিত, বানোয়াট এবং সর্বোপরি বিভ্রান্তিকর। আমরা এই অসংগতি চিহ্নিত করেছি এবং সঠিক তথ্যের ভিত্তিতে ভুল দাবির বিরোধিতা করছি।’

স্মারকলিপিতে আরও বলা হয়, ‘মূলত, ওই সময়ে চলমান কোটা আন্দোলনকে বানচাল এবং পিএসসির সুনাম ক্ষুণ্ণ করার জন্যই একটি কুচক্রী মহল এই আয়োজন করে, যা আমাদের মত সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের শ্রম ও অধ্যবসায়কে নিরুৎসাহিত ও বাধাগ্রস্ত করছে। অতএব, মহোদয়ের নিকট আর্জি, দ্রুততম সময়ে ৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে সৃষ্ট বিভ্রান্তিকর পরিস্থিতির অবসান ঘটানো এবং হাজার হাজার নির্দোষ মেধাবী শিক্ষার্থীদের ন্যায্য অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’