২৮ আগস্ট ২০২৪, ১০:৩৪

স্থগিত হওয়া ৪৪তম ও ৪৬তম বিসিএস পরীক্ষা কবে?

সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর ৪৪তম বিসিএসের মৌখিক ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এ পরীক্ষাগুলো আয়োজন করা হবে না বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র শীর্ষ এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্থগিত পরীক্ষাগুলো শুরু করাসহ আরও বেশ কিছু বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

সূত্র জানায়, জুনিয়র ইন্সট্রাক্টরসহ বিভিন্ন বিসিএসের নন-ক্যাডারের নিয়োগপ্রত্যাশীদের আন্দোলনের কারণে স্থবির হয়ে পড়েছে সাংবিধানিক সংস্থাটি। প্রার্থীদের মারমুখী আচরণের কারণে ঠিকমতো অফিসই করতে পারছেন না পিএসসি’র কর্মকর্তারা। এর ফলে বিসিএসসহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় জট তৈরির আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরুর বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছি।’

এর আগে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৪তম ও ৪৬তম বিসিএসের পরীক্ষা স্থগিত করা হয়। ৪৬তম বিসিএসের পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ আগস্ট ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হলো। তারিখ পরে জানানো হবে। 

অন্যদিকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ পরীক্ষা স্থগিত থাকবে। অনিবার্য কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।