১৫ আগস্ট ২০২৪, ১০:৫৪

১৪ বছর পর বিসিএস ক্যাডার হওয়া জাহিদ এখন নরওয়ের টেলিকমের উন্নয়নে ব্যস্ত

সুপারিশের ১৪ বছর পর ক্যাডার হিসেবে গেজেটভুক্ত হয়েছেন মো. জাহিদ হুসাইন মাসুদ  © সংগৃহীত

২৮তম বিসিএসে সুপারিশের ১৪ বছর পর ক্যাডার হিসেবে গেজেটভুক্ত হয়েছেন মো. জাহিদ হুসাইন মাসুদ। তবে তিনি এ পদে যোগদান করবেন না বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন। কারণ তিনি এখন নরওয়ের টেলিকমের বড় কর্মকর্তা। 

পোস্টে জাহিদ লিখেছেন, পরিচিত/কাছের অনেকেই হয়ত জানেন, আমি ২৮ বিসিএসের একজন ক্যাডার (গণপূর্ত অধিদপ্তর, পিডব্লিউডি)। আমার শুধু গেজেটে নাম আসা বাকি ছিল। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে গেজেটে নাম আটকে যায় সে সময়। তারপর জীবনে অনেকগুলো বছর কেটে গেছে…, ক্যারিয়ার সম্পূর্ণ অন্যদিকে চলে গেছে। 

বিদেশে নিজেদের একটা আলাদা জীবন তৈরি হয়ে গেছে। ৪০ বছর বয়সে এসে আমার পক্ষে বাংলাদেশে ফিরে নতুন করে জীবন শুরু করার কোন শক্তি ও ইচ্ছা কোনটাই আর অবশিষ্ট নেই। এমতাবস্থায় জানতে পারলাম, গেজেটে নাকি আজকে আমার নাম এসেছে, সিনিয়রিটিসহ ১ সেপ্টেম্বরের মধ্যে জয়েন করার অফার দিয়েছে।

আরো পড়ুন: ১৩ বছর আগে ভেরিফিকেশনে বাদ পড়া সাবিত এখন ক্যাডার, বললেন—‘যোগদান সম্ভব না’

এগুলা খবর যখন সবাই আমাকে দিচ্ছে তখন আমি নরওয়ের টেলিকম সেক্টরকে আরও কিভাবে আপলিফ্ট করা যায়, সেই প্রচেষ্টায় ব্যস্ত! ১৪ বছর আগে বিসিএসে জয়েন করলে হয়ত আমার সকল প্রচেষ্টা থাকত বাংলাদেশের কীভাবে উন্নতি করা যায়!  কথাগুলো এমনিই বললাম আর কি…, হাসিও পাচ্ছে, দুঃখও হচ্ছে!