৩০ অক্টোবর ২০১৮, ১৯:১০

৪০তম বিসিএসের আবেদনে ভুল, ৮ প্রার্থীকে ফের অনুমতি

  © ফাইল ফটো

৪০তম বিসিএসেএর আবেদনপত্রে ভুল তথ্য দিয়ে আবেদন করায় তা বাতিল করে পুনরায় আটজন প্রার্থীকে নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএসে ভুল তথ্য দিয়ে পূরণ করে আটজন প্রার্থী। পরে তাদের আবেদন বাতিল করে অনলাইনে পুনরায় আবেদনের অনুরোধ করায় সেই আটপ্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর বাতিল করে নতুন করে আবেদনের সুযোগ দেয়া হয়েছে। এসব প্রার্থীকে আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করার জন্য কমিশন অনুমতি প্রদান করে।

রেজিস্টেশন নম্বরগুলো হলো-১১০০৩২১৯, ১১০১৩৭৯০, ১১০১৩২৫০, ১৩০০০০৩৮, ১১০০৩৬২৪, ১১০০৬৭২৪, ১৮০০০৯৮৬ এবং ১৮০০২৩৫৬। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টার পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর থেকে অনলাইনের মাধ্যমে ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন।