৩০ জুলাই ২০২৪, ১৭:০৮

জুনিয়র ইন্সট্রাক্টরদের ফল প্রকাশে নতুন জটিলতা

সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় সহসাই এ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে না বলে জানা গেছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টদের মধ্যে ক্রাফট ইন্সট্রাক্টর পদের প্রার্থীদের রিটের কারণে ফল প্রকাশে জটিলতা দেখা দিয়েছিল। আদালতের মাধ্যমে রিটের সুরাহার কার্যক্রম চলমান থাকলেও জুনিয়র ইন্সট্রাক্টর পদের পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যে নিয়োগ পরীক্ষাগুলো নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে, সেগুলোর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই নিয়োগের কোনো কার্যক্রম হাতে নেওয়া হবে না। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর  জুনিয়র ইন্সট্রাক্টর পদের চূড়ান্ত ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হবে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হয়। কয়েক ধাপে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষা গত ২৭ মে শেষ হয়েছে।

জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে ২০২৩ সালের মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। প্রথম দুই ধাপে প্রায় ৫ হাজার ৮০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। শেষ ধাপে এক হাজার ৬০০ প্রার্থীর ভাইভা নিয়েছে পিএসসি।