শিক্ষা প্রকৌশলরের তিন ক্যাটাগরির মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৯ম থেকে ১২তম গ্রেডের তিন ক্যাটাগরির মৌখিক পরীক্ষা আগামী ১ জুলাই থেকে শুরু হবে। যা চলবে ৭ জুলাই পর্যন্ত।
বুধবার (১২ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ সহকারী প্রকৌশলী (যন্ত্র) এবং এস্টিমেটর পদে নিয়োগের মৌখিক পরীক্ষা ১ জুলাই থেকে শুরু হবে। ড্রাফটসম্যান এবং সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এই দুই ক্যাটাগরির প্রার্থীদের মৌখিক পরীক্ষা দেরিতে শুরু করা হবে।
প্রসঙ্গত,২০২৩ সালের ফেব্রুয়ারিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ সহকারী প্রকৌশলী (যন্ত্র), ড্রাফটসম্যান ও এস্টিমেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা দীর্ঘদিন ধরে শুরু না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। অবশেষে দুটি ক্যাটাগরি বাদ দিয়ে তিন ক্যাটাগরির মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা করেছে সাংবিধানিক সংস্থাটি।