০১ মে ২০২৪, ১৫:৫২

৪৫তম বিসিএস: দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতা যাবে চলতি মাসে

সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা প্রথম পরীক্ষকের মাধ্যমে মূল্যায়নের কাজ প্রায় শেষ। চলতি মাসেই খাতাগুলো দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠানো হবে। জুনের মধ্যে দ্বিতীয় পরীক্ষকের মাধ্যমে খাতা মূল্যায়নের কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

সম্প্রতি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথম পরীক্ষকের খাতা মূল্যায়ন এখনো শেষ হয়নি। ৮০ থেকে ৯০ ভাগ খাতা মূল্যায়ন শেষে পিএসসিতে জমা হয়েছে। অবশিষ্ট খাতা মূল্যায়ন শেষ দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন: বিসিএসের প্রশ্নে ভুলের অভিযোগ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পিএসসি

এর আগে গত ২৩ জানুয়ারি (বৃস্পতিবার) থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। যা চলে ৩১ জানুয়ারি পর্যন্ত। রাজধানী ঢাকাসহ ৮ বিভাগের ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। এছাড়া নন-ক্যাডারে ১ হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হতে পারে।

এর আগে গত বছরের ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন ৪৫তম উত্তীর্ণ হন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষা শুরুর জন্য গেল বছরের ২৭ নভেম্বর তারিখ ঠিক করা হলেও দেশের পরিস্থিতি বিবেচনায় এ পরীক্ষা স্থগিত করা হয়।