রেলওয়ের সাব এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার তারিখ জানাল পিএসসি

সরকারি লোগো
সরকারি লোগো  © ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ের সাব এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার নিয়োগের লিখিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার পিএসসিতে এক অনানুষ্ঠানিক আলোচনায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয় বলে সংস্থাটির একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা আজ মঙ্গলবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, রেলওয়ের সাব এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৫ জুলাই আয়োজন করা হবে। ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে পরবর্তীতে মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে। 

জানা গেছে, ২০১৯ সালে রেলওয়ের সাব এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরবর্তীতে পদসংখ্যা বাড়িয়ে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। নতুন এবং পুরোনো মিলিয়ে এক লাখ ৩৩ হাজার ৭৩৯ জন পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের বেশি সময় অতিক্রম হলেও এখনো পরীক্ষা আয়োজন করতে পারেনি পিএসসি।


সর্বশেষ সংবাদ