০১ জানুয়ারি ২০২৪, ১৯:২১

নন-ক্যাডারে ৭৪০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু ৪ ফেব্রুয়ারি

সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে (টিএসসি) জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এর ফলে প্রায় ৭ হাজার ৪০০ প্রার্থীর দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা আজ সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা গত সপ্তাহে মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চেয়েছিলাম। কিছু সমস্যার কারণে সেটি সম্ভব হয়নি। জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত হয়েছে। চলতি সপ্তাহে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।’

ওই কর্মকর্তা আরও জানান, ‘আগামী ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হবে। মৌখিক পরীক্ষা চলবে ৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন ১২টি বোর্ডে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বোর্ডে পিএসসি’র একজন সদস্য, দুইজন এক্সপার্ট এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন। সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে গত মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। 
 
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়ে গেছে। খুব দ্রুত সময়ের মধ্যে তারিখ জানিয়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’