৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:১০

৪৬তম বিসিএসের আবেদন শেষ আজ

সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

৪৬তম বিসিএসের আবেদন প্রক্রিয়া আজ রোববার (৩১ ডিসেম্বর) শেষ হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত সোয়া দুই লাখের বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আবেদনের সময় রোববারের পর আর বাড়ানো হবে না। কমিশনের একাধিক কর্মকর্তা বলেছেন, আবেদনের সময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হতো। 

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস শনিবার (৩০ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে বলেন, ৪৬তম বিসিএসের জন্য শনিবার পর্যন্ত দুই লাখ ৩৪ হাজার আবেদন পড়েছে। সময় আর বাড়ানো হবে না না। রোববারের পর টেলিটক বিসিএসে আবেদনকারীর চূড়ান্ত সংখ্যা জানাতে পারবে বলে জানান তিনি।

আরো পড়ুন: স্ত্রীর প্রথম, স্বামীর শেষ বিসিএস—একসঙ্গে ক্যাডার হলেন দু’জন

জানা গেছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন, মার্চের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হবে। গত ৩০ নভেম্বর এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মাধ্যমে তিন হাজার ১৪০ জন নিয়োগ পাবেন বলে জানানো হয়েছে।