০৩ আগস্ট ২০২৩, ২০:৫৯

৪১তম বিসিএস: পররাষ্ট্রে প্রথম চবির হৃদয়, পুলিশে ঢাবির জয়

ছবিতে বামে সাজ্জাদ হোসাইন হৃদয় এবং ডানে জাহিদ হাসান জয়  © সংগৃহীত

৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৫২০ জন নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় পিএসসি’র ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, ৪১তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন সাজ্জাদ হোসাইন হৃদয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

অন্যদিকে ৪১তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন জাহিদ হাসান জয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ক্যাডারে প্রথম হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জয়। তিনি লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ। ৪১তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। মেধাক্রম: ১ম।’’

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।