২০ জুন ২০২৩, ০৮:৩১

আজ থেকে নন-ক্যাডার পছন্দক্রম দিতে পারবেন ৪০তম বিসিএসে উত্তীর্ণরা

সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

৪০তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের পছন্দক্রম পূরণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২০ জুন) থেকে। এ প্রক্রিয়া চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি পদ পছন্দক্রমে দিতে পারবেন।

এর আগে ৪০তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবম থেকে ১২তম গ্রেডে মোট চার হাজার ৪৭৮টি পদ রাখা হয়েছে। সোমবার (১৯ জুন) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনলাইনের মাধ্যমে নন-ক্যাডারের পছন্দক্রম দেওয়া যাবে। ৪০তম বিসিএসের নন-ক্যাডারের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। সকাল ১০টা থেকে নন-ক্যাডারে নিয়োগের পছন্দক্রম দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। যা চলবে আগামী ১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

৪০তম বিসিএসে ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত চার হাজার ৪৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে নিয়োগ দেওয়া হবে ১২তম গ্রেডে। এ গ্রেডে নিয়োগ পাবেন এক হাজার ৭২৬ জন। এছাড়া নবম গ্রেডে এক হাজার ৬০৪ জন, দশম গ্রেডে এক হাজার ১০৮ জন এবং ১১তম গ্রেডে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।