বিসিএসে সমান সুযোগ বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের
বিসিএস পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের সমান সুযোগ করে দিতে প্রশ্ন পদ্ধতির পরিবর্তন আনতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চাকরিপ্রার্থীদের সমান সু্যোগ দিতে প্রিলিমিনারি পরীক্ষার গাণিতিক যুক্তি ও সাধারণ বিজ্ঞান অংশের প্রশ্ন হবে এসএসসি মানের।
পিএসসি সূত্রে জানা গেছে, ৩৫ তম বিসিএস থেকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হচ্ছে। এই ২০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের প্রশ্ন উচ্চতর বিভাগ থেকে থাকে। এর ফলে বিজ্ঞানের শিক্ষার্থীরা কিছুটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন বলে অভিযোগ ওঠে।
ওই সূত্র জানায়, ২০০ নম্বরের প্রিলি পরীক্ষায় সাধারণ বিজ্ঞানে ১৫, কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা থেকে ১৫ নম্বরের প্রশ্ন আসে। এই চারটি বিষয়ের নম্বর ৬০। এসব বিষয়ের প্রশ্নগুলো উচ্চতর শ্রেণির হওয়ায় বিজ্ঞানের শিক্ষার্থীরা ভালো করেন। এজন্য প্রশ্ন পদ্ধতির পরিবর্তন আনতে যাচ্ছে পিএসসি।
এ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিভিন্ন বিষয়ে সংস্কার করছি। সংস্কার এখনো শেষ হয়নি। শেষ হলে জানতে পারবেন।’