৩৮ পুলিশ কর্মকর্তার র‌্যাবে পদায়ন বাতিল

৩৮ পুলিশ কর্মকর্তার র‌্যাবে পদায়ন বাতিল
৩৮ পুলিশ কর্মকর্তার র‌্যাবে পদায়ন বাতিল  © ফাইল ছবি

পুলিশ সুপার পদমর্যাদার ৩৮ কর্মকর্তাকে র‌্যাবে পদায়ন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বেতনভাতাদি উত্তোলনের সুবিধার্থে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এসব কর্মকর্তার পদায়ন বাতিল করা হয়েছে।

রবিবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বেতন ভাতাদি উত্তোলনের সুবিধার্থে র‌্যাবে উপপরিচালক পদে পদায়ন বাতিলপূর্বক ‘পুলিশ সুপার’ পদমর্যাদার ৩৮ কর্মকর্তাকে পুলিশ সদরদপ্তরে সংযুক্তি প্রদান করা হলো।

এর আগে, পদোন্নতি পাওয়া ৪৮ জন পুলিশ কর্মকর্তাকে র‌্যাবে পদায়ন করে ১৬ মে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাদের মধ্য থেকে নয় জনকে ১ জুলাই র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নে নিয়োগ দেওয়া হয়। বাকি একজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, ২০০৪ সালে র‌্যাব গঠনের পর একই বছরের ১৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। এতে র‌্যাবের জন্য মঞ্জুরিকৃত ৫ হাজার ৫২১টি পদে বিভিন্ন বিভাগ, বাহিনী ও সংস্থা থেকে কর্মকর্তা-কর্মচারী প্রেষণে নিয়োগের জন্য কোটা পুনর্নির্ধারণ করা হয়।


সর্বশেষ সংবাদ