১০ জুন ২০২১, ১১:০২

এনটিআরসিএর সামনে জড়ো হচ্ছেন নিবন্ধিত শিক্ষকরা

এনটিআরসিএর সামনে অবস্থান  © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করেছেন ১ থেকে ১৫তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। 

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টা থেকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারের সামনে অবস্থান নিতে দেখা গেছে প্রার্থীদের।

এ প্রসঙ্গে জানতে চাইলে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক ফোরামের সভাপতি মো. সান্ত আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে এনটিআরসিএ কার্যালয়ের সামনে অবস্থান করছি। অবস্থান শেষে এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেব।

এনটিআরসিএর সামনে নিবন্ধিত শিক্ষকরা

 

তিনি আরও বলেন, দীর্ঘ বঞ্চনার শিকার আমরা। আন্দোলনের মাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রকাশ করাতে পারলেও নানা অজুহাতে গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না। এতে করে দিন দিন চাকরিপ্রার্থীরা হতাশ হয়ে পড়েছেন। আদালতের রায় পাওয়ার পরেও এনটিআরসি রেজাল্ট দিচ্ছে না। দ্রুত গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: গণবিজ্ঞপ্তির ফল দ্রুত প্রকাশের দাবিতে কাল এনটিআরসিএর সামনে অবস্থান