১৭ মে ২০২১, ১৯:৫৩

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি হারুনকে ডিএমপির গোয়েন্দা বিভাগে পদায়ন

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হারুন অর রশীদ  © ফাইল ফটো

সদ্য পদোন্নতি পাওয়া পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে। আজ সোমবার ডিএমপির তেজগাঁও বিভাগীয় উপ-কমিশনারের (ডিসি) কার্যালয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ওই ফেসবুক পোস্টে জানানো হয়, তিনি যুগ্ম পুলিশ কমিশনার গোয়েন্দা-উত্তর (তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা বিভাগ এলাকা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দায়িত্বে থাকবেন।

এর আগে গত ২ মে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি তাদের পদোন্নতি দেয়া হয়।

এর আগে নারায়ণগঞ্জে এসপি হিসেবে কাজ করেছেন হারুন অর রশীদ। নারায়ণগঞ্জ থেকে তাকেঁ বদলি করে তেজগাঁও বিভাগের ডিসি করা হয়। ডিসি থাকা অবস্থা বেশ কয়েকটি আলোচিত মামলার তদন্ত করেন তিনি। এর মধ্যে করোনাকালীন অনিয়ম নিয়ে ডা. সাবরিনা ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের ঘটনা অন্যতম।