ফিলিস্তিনে সহস্রাধিক বেকার শিক্ষার্থীকে পথ দেখিয়েছেন যে নারী উদ্যোক্তা

  © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি খাতের একমাত্র নারী পরিচালিত কোম্পানি 'জি-গেটওয়ে'। সহস্রাধিক বেকার শিক্ষার্থীকে এই খাতে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ দিয়েছেন জি-গেটওয়ের কর্ণধার বাসমা আলী। শুধু এই নয় নিজের প্রতিষ্ঠানে দেড়শ জনের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন।

বিশ্ব ব্যাংকের ওয়েবসাইটে সম্প্রতি আত্মবিশ্বাসী এই নারীকে নিয়ে ফিচার প্রকাশ করা হয়েছে।

২০২০ সালে মহামারি করোনাভাইরাসের বছরেও ২৬২ জনকে কর্মসংস্থানে প্রবেশে সহায়তা করেছেন বাসমা আলী। ৬১ শতাংশ প্রকট বেকারত্বের শহর গাজায় এমন উদাহরণ সৃষ্টি করাটা কম কথা নয়।

নারী শিক্ষার্থীদের বেকারত্ব দূর করতে বিশেষভাবে আগ্রহী বাসমা আলী। কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় সম্প্রতি বিশ্ব ব্যাংকের একটি পুরস্কারও জিতেছে বাসমা আলীর প্রতিষ্ঠান জি-গেটওয়ে।

 


সর্বশেষ সংবাদ