৯ প্রতিষ্ঠানের প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ পাবেন না চাকরিপ্রার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ১০:৩৩ AM , আপডেট: ২৩ নভেম্বর ২০২০, ০১:২১ PM
ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) অধীন ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে অফিসার (জেনারেল) পদের পরীক্ষার প্রবেশপত্র পুনরায় ডাউনলোডের সুযোগ চেয়ে আবেদন করেছেন প্রায় ৬০০ পরীক্ষার্থী। রোববার (২২ নভেম্বর) কমিটির মহাব্যবস্থাপক বরাবর লিখিতভাবে এ আবেদন করা হয়। তবে এ সুযোগ দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে বিএসসি।
চাকরিপ্রার্থীদের লিখিত আবেদনে বলা হয়, চলতি বছরের মার্চের শুরুর দিকে ২০১৮ সাল ভিত্তিক দুই হাজার ৪৬টি পদে নিয়োগের উদ্দেশ্যে আবেদন নেয় ব্যাংকার্স সিলেকশন কমিটি। পরবর্তীতে অনেক আবেদনকারী প্রার্থী প্রথমবার রকেটের মাধ্যমে পেমেন্ট করে ভেরিফিকেশন সম্পন্ন করে ট্র্যাকিং পেজ ডাউনলোড করেছে। কিন্তু সময়মত প্রবেশপত্র ডাউনলোড করতে ব্যর্থ হয়েছে।
আবেদনকারীরা বলেন, তাদের মধ্যে গ্রামের অনেকেই করোনাকালীন ইন্টারনেট অপ্রতুলতার কারণে তা ডাউনলোড করতে পারেনি, এদের অনেকেই রয়েছে- যাদের বয়স শেষ। তবে পরবর্তীতে কমিটি শুধুমাত্র তাদের সুযোগ দিয়েছে যারা পেমেন্ট করে ভেরিফাই করেনি। উল্লেখ্য, গত ১১-১২ তারিখ অনেকেই চেষ্টা করেছে যারা আগে ভেরিফাই করেছে, কিন্ত ওয়েবসাইট দেখায় তাদের ভেরিফাই করা আছে।’
আরো বলেছেন, ‘বর্তমানে আবেদনকারীর একটি বৃহৎ অংশ ১৯-২২ তারিখে প্রবেশপত্র নামাতে পারেননি। তাদের দেখানো হচ্ছে , You have not applied for the selected post’। করোনাকালীন বৈশ্বিক এই মহামারি এবং বেকারদের কথা বিবেচনা করে প্রথমবার প্রবেশপত্র ডাউনলোড করতে ব্যর্থ কিন্তু ভেরিফাই সম্পন্ন সবাইকে পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দিতে আবেদনে অনুরোধ জানানো হয়।
তবে এ ধরনের সুযোগ আর দেওয়া হবে না বলে জানিয়েছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ হোসেন খান। তিনি আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এভাবে প্রবেশপত্র আর ডাউনলোডের সুযোগ দেয়া হবে না। তাদের অবহেলার কারণেই নির্ধারিত সময়ে তারা প্রবেশপত্র নামাতে পারেনি।’
তিনি বলেন, ‘এর আগেও সিনিয়র অফিসার পদে প্রায় পাঁচ হাজার পরীক্ষার্থী প্রবেশপত্র নামাতে ব্যর্থ হয়েছে দাবি করে পুনরায় ডাউনলোডের সুযোগ চায়। এমনকি আন্দোলনও করে। তখন মানবিক বিবেচনায় এ সুযোগ দিলে দেখা যায়, মাত্র ৬০০ জনের মতো প্রবেশপত্র ডাউনলোড করেছে। সেজন্য এবার আর সে সুযোগ দেয়া হচ্ছে না।’