৩০ ডিসেম্বর ২০২৫, ১৬:১১

খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের শোক ঘোষণা, পে স্কেলের দাবিতে দেয়া কর্মসূচি স্থগিত

পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে সরকারি কর্মচারীরা।  © টিডিসি রিপোর্ট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল সাধারণ ছুটি ও দেশব্যাপী আগামী শুক্রবার (০২ জানুয়ারি) পর্যন্ত তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে সরকারি কর্মচারীরা। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার দেশের সব প্রেসক্লাবের সামনে প্রতিকী অনশন কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তবে সরকারের পক্ষ থেকে শোক ঘোষণার পরে কর্মসূচি স্থগিত করেছেন কর্মচারীরা। 

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে দাবি আদায় ঐক্য পরিষদ জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন। মরহুমার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ এর পূর্বঘোষিত আগামী ২ জানুয়ারি ২০২৬ দেশের সব প্রেসক্লাবের সামনে প্রতিকী অনশন কর্মসূচি স্থগিত করা হলো। কর্মসূচি তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।