০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪

১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল দিতে হবে: গাড়িচালক সমিতির সভাপতি

১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল দিতে হবে: গাড়িচালক সমিতির সভাপতি  © টিডিসি ফটো

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সভাপতি মো ইসহাক কবীর। শুক্রবার (৫ ডিসেম্বর) গাড়িচালকদের নিয়ে মহাসমাবেশে যোগ দিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি করেন তিনি।

গাড়িচালক সমিতির সভাপতি বলেন, ১:৪ নিশ্চিত করে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করতে হবে। ১৫ তারিখের মধ্যে যদি দাবি না মানা হয় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে।

প্রসঙ্গত, গ্রেড ভেঙে কমিয়ে বৈষম্য দূর করে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের এক দফা দবিতে মহাসমাবেশ করছেন কর্মচারীরা। এই সমাবেশে সারাদেশ থেকে সরকারি চাকরিজীবীরা অংশ নিয়েছেন