২২ ডিসেম্বর ২০২৪, ১৭:২১
ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের নেতৃত্বে শুভ-সাইফুল
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের তরুণ কর্মকর্তাদের সামগ্রিক কল্যাণের লক্ষ্যে ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (Young Officers' Forum of Administrative Service-YOFAS) এর উপকমিটি অনুমোদন করা হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। দশ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বদরুদ্দোজা শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল ইসলাম। এই ফোরামের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা।