সাইকেলে বেস ক্যাম্পসহ ৪ পর্বত পাড়ি দিলেন তাম্মাত

তাম্মাত বিল খয়ের
তাম্মাত বিল খয়ের  © সংগৃহীত

বাংলাদেশের সাইক্লিস্ট তাম্মাত বিল খয়ের মাত্র ৩০ দিনে এভারেস্ট বেস ক্যাম্পসহ চারটি পর্বত ও তিনটি পাস একই সফরে পাড়ি দিয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) ফেসবুকে ভেরিফায়েড পেজে এ তথ্য জানান তাম্মাত বিল খয়ের।

তিনি জানান, নিজের জন্মদিনে দেশকে এক ঐতিহাসিক রেকর্ড উপহার দিলেন। এই রেকর্ড ভাঙা হয়নি, তৈরি করা হলো। নিঃসন্দেহে এটা আমাদের দেশের জন্য সর্বোচ্চ গর্বের বিষয়।

তাম্মাত বিল খয়ের ইতোমধ্যে প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প, পিকে পিক, চুখুং রি পিক, কংমালা পাস, কালা পাত্থার, চোলা পাস, গোকিও রি পিক পাড়ি দিয়েছেন।

২৭ নভেম্বর নিজের জন্মদিনে ৫ হাজার ৩৬০ মিটার উঁচুতে অবস্থিত রেনজো লা পাসে উঠে এ রেকর্ড গড়লেন তিনি। এর আগে একই সফরে কোনো সাইক্লিস্ট একই সঙ্গে এই ৮টি অর্জন ছুঁতে পারেননি।

সাইক্লিস্ট তাম্মাতের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে।


সর্বশেষ সংবাদ