২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২০

বেতন-ভাতায় অনেকটা পিছিয়ে ‘দুর্ভাগা’ বাংলাদেশি শিক্ষকরা

ক্লাসে পাঠদান করাচ্ছেন শিক্ষক  © সংগৃহীত

জাতি গড়ার কারিগর শিক্ষক। শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে পুরো সমাজকে আলোকিত করেন এ তারা। একটি শিশুর মননে বাবা-মায়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি শিক্ষক। তবে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে জাতি গড়ার কারিগররাই নিগৃহীত। বিশ্বের অন্যান্য দেশগুলোর থেকে বাংলাদেশি শিক্ষকরা বেতন-ভাতায় অনেকটাই পিছিয়ে। লুক্মেমবার্গ বা জার্মানির শিক্ষকরা যেখানে বছরে কোটি টাকার ওপরে বেতন পান সেখানে বাংলাদেশি শিক্ষকদের বার্ষিক গড় আয় দুই লাখ টাকার কম। এমন পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন প্রবীণ শিক্ষক নেতারা। তাদের মতে এ পরিস্থিতি শিক্ষকতা পেশায় অনাগ্রহী করছে মেধাবীদের। এমন বাস্তবতায় আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস জাতীয়ভাবে উদযাপনের প্রস্তুতি নেয়া হচ্ছে।  

বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সিংহভাগ বা ৯৭ শতাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ও এমপিওভুক্ত। মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত সহকারী শিক্ষকদের প্রারম্ভিক মাসিক বেতন ১২ হাজার ৭৫০ টাকা। এরসঙ্গে তারা ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন।  সে হিসেবে এমপিওভুক্ত শিক্ষকদের বাৎসরিক আয় ১ লাখ ৭১ হাজার টাকা বা ১ হাজার ৪২৯ মার্কিন ডলার (বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি ডলারের দাম ১১৯ টাকা ধরে)।

বর্তমানে প্রতিবছর এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি পায় মূল বেতনের দশ শতাংশ। এর জাতীয় পে-স্কেল অনুযায়ী শিক্ষকরা মূল বেতনের ৫ শতাংশ ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। আর ২০২৩ সালে ঘোষিত বিশেষ সুবিধার আওতায় তাদের মূল বেতনের আরও ৫ শতাংশ ইক্রিমেন্ট যুক্ত হয়। 

ওইসিডি রিপোর্টে বিভিন্ন দেশের শিক্ষকদের বার্ষিক বেতন-ভাতার চিত্র

অপরদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১২তম গ্রেডের বেতন স্কেলে মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও টিফিন ভাতা মিলিয়ে শুরুতে প্রায় ১৯ হাজার টাকা বেতন পান। সে হিসেবে তাদের বার্ষিক বেতনভাতা বছরে ২ লাখ ২৮ হাজার টাকা বা ১ হাজার ৯১১ মার্কিন ডলার। এ হিসেব অনুযায়ী বাংলাদেশের মাধ্যমিক ও প্রাথমিক মিলিয়ে শিক্ষকদের বার্ষিক গড় বেতন ১ লাখ ৯৯ হাজার টাকা বা ১ হাজার ৬৬৮ ডলার। 

ইউরোপীয় দেশ লুক্সেমবার্গ শিক্ষকদের সর্বোচ্চ বেতন-ভাতা দিয়ে থাকে। বাংলাদেশের শিক্ষকদের বার্ষিক গড় বেতন যখন ১ হাজার ৬৬৮ ডলার বা ১ লাখ ৯৯ হাজার টাকা তখন ওইসিডি রিপোর্ট অনুযায়ী লুক্সেমবার্গে শিক্ষকদের বার্ষিক গড় বেতন ১ লাখ ৪১ হাজার ডলার বা ১ কোটি ৬৮ হাজার টাকা।

বাংলাদেশের শিক্ষকরা বেতনভাতায় কতটা পিছিয়ে তা বোঝা যাবে অন্যান্য দেশগুলোর শিক্ষকদের বেতনভাতা নিয়ে আলোচনায়। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ৩৬ টি দেশের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা ‘দ্যা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)’ ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে তাদের সদস্য রাষ্ট্রগুলোর শিক্ষকদের বার্ষিক গড় বেতনভাতা নিয়ে ধারণা দিয়েছে।

চলতি বছরের ওইসিডি রিপোর্টে সংস্থাটির সদস্য দেশগুলোর ২০২১ সালের বেতন-ভাতার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই প্রতিবেদনের তথ্য বলছে, ইউরোপীয় দেশ লুক্সেমবার্গ শিক্ষকদের সর্বোচ্চ বেতন-ভাতা দিয়ে থাকে। বাংলাদেশের শিক্ষকদের বার্ষিক গড় বেতন যখন ১ হাজার ৬৬৮ ডলার বা ১ লাখ ৯৯ হাজার টাকা তখন ওইসিডি রিপোর্ট অনুযায়ী লুক্সেমবার্গে শিক্ষকদের বার্ষিক গড় বেতন ১ লাখ ৪১ হাজার ডলার বা ১ কোটি ৬৮ হাজার টাকা। 

আরও পড়ুন: বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশি শিক্ষকের প্রত্যাশা

শিক্ষকদের বেতনভাতার দিক থেকে এরপরের অবস্থানেই আছে সুজারল্যান্ড। ওইসিডি রিপোর্ট অনুযায়ী, সুইজারল্যান্ডে শিক্ষকদের বার্ষিক গড় বেতন ১ লাখ ১৭ হাজার ডলার বা ১ কোটি ৩৯ লাখ টাকা। শিক্ষকদের বার্ষিক গড় বেতনের দিক থেকে এরপরের অবস্থান জার্মানির। জার্মানির শিক্ষকদের বার্ষিক গড় বেতন ১ লাখ ১০ হাজার ডলার বা ১ কোটি ৩১ লাখ টাকা। এরপরের অবস্থানে থাকা নেদারল্যান্ডের শিক্ষকরা বার্ষিক ৯৮ হাজার ডলার বা ১ কোটি ১৭ লাখ টাকা বেতন পেয়ে থাকেন। দক্ষিণ কোরিয়া ও অস্ট্রিয়ার শিক্ষকদের বার্ষিক গড় বেতন ৯৫ হাজার ডলার বা ১ কোটি ১৩ লাখ টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষকদের বার্ষিক গড় বেতন ৭৬ হাজার ডলার বা ৯০ লাখ টাকা। অস্ট্রেলিয়া ও পর্তুগালের শিক্ষকদের বার্ষিক গড় বেতন ৭৪ হাজার ডলার বা ৮৮ লাখ টাকা। আয়ারল্যান্ডে শিক্ষকদের বার্ষিক সাড়ে ৭২ হাজার ডলার বা ৮৬ লাখ টাকা।

শিক্ষকদের বার্ষিক গড় বেতনের বিবেচনায় ওইসিডি রিপোর্টের সর্বশেষ অবস্থানে থাকা পোল্যান্ড, হাঙ্গেরী ও স্লোভাকিয়ার শিক্ষকরা বাংলাদেশি শিক্ষকদের তুলনায় অর্থনৈতিকভাবে বহুগুণে ভালো অবস্থানে আছেন। পোল্যান্ডের শিক্ষকদের বার্ষিক গড় বেতন ৩৩ হাজার ডলার বা ৩৯ লাখ টাকা। হাঙ্গেরীর শিক্ষকদের বার্ষিক গড় বেতন ৩২ হাজার ডলার বা ৩৮ লাখ টাকা। বাংলাদেশের শিক্ষকদের বার্ষিক গড় বেতন যখন ১ হাজার ৬৬৮ ডলার বা ১ লাখ ৯৯ হাজার টাকা তখন ওইসিডি রিপোর্টের সর্বশেষ অবস্থানে থাকা স্লোভাকিয়ার শিক্ষকরা বার্ষিক গড় বেতন পান ২১ হাজার ও ২৫ লাখ টাকা। 

জানতে চাইলে প্রবীণ শিক্ষক নেতা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৈশ্বিক বিবেচনায় বাংলাদেশের শিক্ষকদের অর্থনৈতিক অবস্থার এ চিত্র দুর্ভাগ্যজনক। বাংলাদেশের দুর্ভাগা শিক্ষকরা এখনও যে জাতি গঠনের নিরন্তন চেষ্টা করে চলেছেন সেটিই বড় পাওয়া। অন্যান্য পেশাজীবীদের ভালো সুযোগ সুবিধা দিয়ে আমরা শিক্ষকদের নিগৃহিত করছি। ফলে মেধাবীরা আর শিক্ষকতায় আসতে চাচ্ছেন না। এমন চলতে থাকলে জাতি গঠনের জন্য এক সময় শিক্ষকদের পাওয়া যাবে না, যা জাতিকে নিয়ে যাবে অন্ধকারে।