সাংবাদিক মিথিলা ফারজানার সঙ্গে চুক্তি বাতিল করল সরকার
কানাডার অটোয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলার (মিথিলা ফারজানা) সঙ্গে চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে—কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক মো. মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানের সঙ্গে চুক্তি বাতিল করেছে সরকার।
এদিকে আরেক প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার প্রটোকল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ শফিকুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেড ও অন্যান্য সুবিধাসহ প্রটোকল অফিসার–২ পদে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
গত বছরের ৮ নভেম্বর একাত্তর টেলিভিশনের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে (মিথিলা ফারজানা) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। সেদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছিল।