চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করছে কানাডিয়ান ইউনিভার্সিটি
লকডাউন নিয়ে ’যুব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র' নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মিডিয়া, কমিউনিকেশন এন্ড জার্নালিজম বিভাগ। রবিবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিযোগিতায় ছেলে-মেয়ে উভয়ই অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগীদের চলচ্চিত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ২৯ অক্টোবরে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা- ১৮ থেকে ২৪ বছর বয়সী এসএসসি পাস তরুণ-তরুণী। বিচারক জুরিতে থাকবেন ফ্রান্স, হাঙ্গেরি ও বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতারা।
আরও পড়ুন: রাবিতে বৃষ্টি: স্বস্তির সাথে বাড়ে ভোগান্তি!
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম: চলচ্চিত্রের বিষয়বস্তু হবে ’লকডাউন’। ক্রেডিটলাইনসহ সর্বোচ্চ তিন মিনিটের ফিকশন অথবা ডকুড্রামার ডিজিটাল কপি উইট্রান্সফারের মাধ্যমে (www.wetransfer.com) পাঠাতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://mcj.cub.edu.bd/events.html