১৬ আগস্ট ২০২২, ১৩:২৮

‘বঙ্গবন্ধুর মতো মহান নেতা পেয়ে আমরা ধন্য’

আলোচনা সভা  © টিডিসি ফটো

'আমরা ধন্য বঙ্গবন্ধুর মতো মহান নেতা পেয়েছি' বলে মন্তব্য করেছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. ফওজিয়া মান্নান। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১টায় 'শোকাবহ ১৫ আগস্ট ও ভবিষ্যতের বাংলাদেশ ' শীর্ষক স্মৃতি বক্তৃতা ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর চেতনাকে বাস্তবায়ন করে ধর্মনিরপেক্ষ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলে একত্রে কাজ করবে।' 

প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন সকলে। অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বঙ্গবন্ধু হত্যাকান্ডের নিষ্ঠুর কাহিনি তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর সম্মান শুধু এদেশেই নয়, সারা বিশ্বের সকল নেতাই এ মহান নেতাকে সম্মান করতো। এ সময় তিনি বাকশাল ব্যবস্থাপনার মূল কাহিনি তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান এবং সুপারনিউমারারি অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, এ দেশের নাগরিক হিসেবে বাচঁতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, বুঝতে হবে এবং তার স্বপ্নের দেশ গড়তে অবদান রাখতে হবে।

আরও পড়ুন: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন আজ।

শোকাবহ আগস্ট নিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশের কাছে ১৫ আগস্ট কখনো অতীত ছিলো না আর হবেও না। কাজেই সবাইকে ইতিহাস জানতে হবে। ইতিহাসকে বাদ দিয়ে বর্তমান বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষা চর্চা করায় তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, সাম্য, মানবিক মর্যাদা , সামাজিক মূল্যবোদ এ তিনটি  লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করলে দেশ ও জাতির উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জিয়াউল হক মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ডিন, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।