দুর্ঘটনায় নিহত ২ শিক্ষার্থীর মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত
সড়ক দুর্ঘটনায় নিহত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিমা রহমান ও রাহাত মাহমুদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। বুধবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও এতে অংশ নেন। এ সময় তারা সহপাঠীদের কাছে নিহতদের স্বজনরা ভুল-ত্রুটি ক্ষমা প্রার্থনা করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন।
দোয়া পাঠ ও আলোচনা শেষে একটি বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে নিহত শিক্ষার্থীদের মাগফিরাত কামনা ও তাদের গুনাহ মাফের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা হয়।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
এর আগে ঈদের ছুটিতে গত শুক্রবার ১০-১২ জন শিক্ষার্থী দুইটি প্রাইভেট কারে নারায়ণগঞ্জের পানামসিটির উদ্দেশ্য রওনা হয়। সকাল এগারোটার দিকে প্রাইভেটকার দুইটি নারায়ণগঞ্জের মদনপুরের কাছাকাছি গেলে বিপরীত দিক থেকে আসা সৌদিয়া নামক বাসের ধাক্কায় দুমড়েমুচরে যায় শিক্ষার্থীদের প্রাইভেট কার।
এতে নিহত হয় মাহিমা রহমান ও রাহাত মাহমুদ নামে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় আরো তিন শিক্ষার্থী। নিহত মাহিমা রহমান ইংরেজি ডিপার্টমেন্টের ও রাহাদ মাহমুদ বিবিএ ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন।
দোয়া ও মোনাজাতে শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সিকিউরিটি ইনচার্জ ও কর্মকর্তাবৃন্দ। এ সময় তারা নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং শোক প্রকাশ করেন।