রণদা প্রসাদ বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্টের সমাপণী ও পুরস্কার বিতরণ

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন
বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন   © টিডিসি ফটো

রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে জমকালো আয়োজন এবং উৎসবমুখর পরিবেশে সিএসই ফেস্ট- ২০২২ উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

তরুণদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। কলেজগুলোর মধ্যে প্রোগ্রামিং প্রতিযোগীতায় বিজয়ী হয় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ এবং রানারআপ হয় বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ।

আরও পড়ুন: ৬ বেসরকারি মেডিকেলে ভর্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মানা

এতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অবস্থিত ৭টি কলেজের শিক্ষার্থীরা এই  প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। কলেজগুলো হলো-গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ, রামপাল কলেজ, সরকারী তোলারাম কলেজ, কদম রসুল কলেজ, নারায়ণগঞ্জ মহিলা কলেজ এবং সোনারগাঁও কলেজ। 

প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।


সর্বশেষ সংবাদ