কমিউনিটি ট্যুরিজম মডেল পর্যটন সম্ভাবনা বাড়াবে: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট  © টিডিসি ফটো
‘বাংলাদেশ পর্যটন খাতের জন্য বেশ সম্ভাবনাময়। এই পর্যটন খাতকে আরো সামনের দিকে এগিয়ে নিতে বাইরের বিনিয়োগের পাশাপাশি কমিউনিটি ভিত্তিক ট্যুরিজমের ওপর গুরুত্ব দিতে হবে। উন্নত নাগরিক সেবাদানের পাশাপাশি কমিউনিটি ভিত্তিক ট্যুরিজমে জোর দিলে দেশী-বিদেশী পর্যটকেরা নতুন নতুন সংস্কৃতির সাথে পরিচিত হবে এবং আকর্ষণ বাড়তে থাকবে। এতে করে একদিকে পর্যটন খাত যেমন এগিয়ে যাবে ঠিক তেমনি স্থানীয়রাও আর্থিকসহ আরো নানাভাবে লাভবান হবে।’
 
মঙ্গলবার (১৪ জুন)  সকাল সাড়ে ১১টায় বনানী স্টার টাওয়ারস্থ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে আয়োজিত এক সেমিনার বক্তারা এসব কথা বলেন। ট্যুরিজম লিড ইন্টারন্যাশনাল, যুক্তরাজ্য এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। 
 
‘বাংলাদেশে পর্যটন খাতের সম্ভাবনা: কমিউনিটি ভিত্তিক ট্যুরিজম মডেল কতটুকু কর্যকরী?’ শিরোনামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নুরুন্নবী মোল্লার সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কমডোর (অব.) জোবায়ের আহমেদ, এনডিসি, বিএন ও যুক্তরাজ্যের ট্যুরিজম লিড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী এ এস এম আরিফ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রাইমএশিয়ার আইটিএইচএম ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেন। সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যধাপক ড. শুভময় দত্ত।

সর্বশেষ সংবাদ