২৫ মে ২০২২, ১৮:২২

বিদেশি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টাদের সাথে লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের আলোচনা 

আঞ্চলিক উপদেষ্টাদের সাথে লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের আলোচনা  © টিডিসি ফটো
যুক্তরাজ্যে অবস্থিত এবং বাংলাদেশে আঞ্চলিক অফিস পরিচালনায় উদ্ভাবনী প্রতিষ্ঠান In2Synergy এর উদ‍্যোগে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক উপদেষ্টাদের সাথে লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের আলোচনা হয়েছে। মঙ্গলবার (২৪ মে ২০২২) সন্ধ্যায় সিলেট নগরীর হোটেল রোজ ভিউ এ লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় কিছু বিশ্ববিদ্যালয় এবং লিডিং ইউনিভার্সিটির মধ‍্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ, শিক্ষা ও গবেষণা এবং  অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
 
এসময়  InSynergy এর আঞ্চলিক ব‍্যবস্থাপক সাপোর্টিং ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি মোহাম্মদ আবু সুফিয়ান, আলস্টার ইউনিভার্সিটির সহকারি উপদেষ্টা মো. মনির হোসেন, InSynergy এর আঞ্চলিক ব‍্যবস্থাপক সাপোর্টিং ইউনিভার্সিটি অব পোর্টস মাউথ আমরান মফিজ, নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটির সহকারি উপদেষ্টা আল নাহিয়ান, ট্রাইন ইউনিভার্সিটির আঞ্চলিক উপদেষ্টা এস এম মোহাইমানুল হক মুন এবং লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিব স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, ভ রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমাদ,  ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম এবং রিসার্চ এন্ড পাবলিকেশন সেলের পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুল হক উপস্থিত ছিলেন।