ড্যাফোডিলে অন ক্যাম্পাস স্পট রিক্রুটমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

ড্যাফোডিলে অন ক্যাম্পাস স্পট রিক্রুটমেন্ট প্রোগ্রাম।
ড্যাফোডিলে অন ক্যাম্পাস স্পট রিক্রুটমেন্ট প্রোগ্রাম।  © সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অন ক্যাম্পাস স্পট রিক্রুটমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

রবিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) ও প্রযুক্তি প্রতিষ্ঠান এস.ই.বি.পি.ও এর যৌথ উদ্যোগে এটির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এস.ই.বি.পি.ও এর ডেপুটি ম্যানেজার মোঃ আবুবকর সিদ্দিক (এইচ.আর), মোঃ খন্দকার শামস্ তাবরেজ রাইহান ( এক্সিকিউটিভ এইচ.আর), মোঃ নকিব হাসান (এক্সিকিউটিভ এইচ.আর), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার ড. নাদির বিন আলী,

আরও পড়ুন: নকল করায় ঢাবি ও অধিভুক্ত কলেজের ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার

ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের কো-অর্ডিনেটর মোঃ রাশেদুল ইসলাম(রাতুল), সহকারী অফিসার হাসানুজ্জামান, জান্নাতুল ফেরদৌস ও আদনান জামান ও স্টুডেন্ট এসোসিয়েট হাসিবুল হাসান (ইমু) এস.ই.বি.পি.ও এর ডেপুটি ম্যানেজার মোঃ আবুবকর সিদ্দিক (এইচ.আর) একটি ক্যারিয়ার সেমিনারের মাধ্যমে মৌখিক পরীক্ষা শুরু করেন। পরবর্তীতে ড্যাফোডিলের সবুজ ক্যাম্পাস ভ্রমণের মাধ্যমে প্রোগ্রাম শেষ করা হয়।

এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ,ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইংলিশ ও বিবিএ বিভাগের প্রায় দু'শতাধিক শিক্ষার্থী জীবনবৃত্তান্ত জমা দেন এবং এরপর দুটি ধাপ পেরিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ৯ জনকে সিলেকশন করেছেন এস.ই.বি.পি.ও।

আরও পড়ুন: টানা ৪র্থ দিনের মত অবস্থান কর্মসূচিতে প্রতিবন্ধীদের স্কুলের শিক্ষকরা

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ড. নাদির বিন আলী শুভেচ্ছা বক্তব্যে বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়। ফলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রযুক্তির দক্ষতায় সবসময় অন্যদের চেয়ে এগিয়ে থাকে। এস.ই.বি.পি.ও একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার মাধ্যমে এস.ই.বি.পি.ওতে স্থান করে নেবেন।


সর্বশেষ সংবাদ