বাংলা-ইংরেজির বিদায়, ফাইনালে ফার্মেসি, রাজনীতি ও প্রশাসন
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর ৩য় দিনে ভলিবলের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিন শক্তিশালী দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে। সবচেয়ে জমজমাট ম্যাচ হয় ফার্মেসি এবং ইংরেজি বিভাগের ছেলেদের খেলায়। তবে, লড়াইয়ে শেষ হাসি হাসলো ফার্মেসি বিভাগ। এর মাধ্যমে ভলিবলে ফাইনালে উঠেছে ফার্মেসি, রাজনীতি ও প্রশাসন বিভাগ।
রবিবার ( ১৩মার্চ) সেমির প্রথম ম্যাচ ছিল মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের মেয়েদের। এই ম্যাচে ২৫-১৬ ও ২৫-২২ ব্যবধানে বায়োকেমিস্ট্রি কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মাইক্রোবায়োলজির মেয়েরা। দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেও ছিটকে পড়ে বায়োকেমিস্ট্রি বিভাগ।
মেয়েদের সেমির ২য় ম্যাচ ছিল দুই শক্তিশালী দলের। তবে, সমাজ বিজ্ঞান ও সমাজকর্মের কাছে রীতিমতো ছেলেখেলায় পরিণত হয় রাজনীতি ও প্রশাসন বিভাগের মেয়েরা। ২৫-৬ ও ২৫-৮ এর বিশাল ব্যবধানে উড়ে যায় শক্তিশালী দলটি।
আরও পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলেন উত্তপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়
সকালের শেষ ম্যাচেও হয়েছিল জমজমাট লড়াই। ছেলেদের সেমির প্রথম ম্যাচে ফার্মেসির মুখোমুখি হয় ইংরেজি বিভাগ। লড়াইয়ে ২৫-১৭ ও ২৫-১৯ এর ব্যাবধানে নিজেদের জানান দেয় ফার্মেসি বিভাগ।
দুপুরে সেমির শেষ ম্যাচে লড়াই হয় রাজনীতি ও প্রশাসন এবং বাংলা ডিপার্টমেন্টর মধ্যে। কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও ফাইনালের স্বপ্ন ছুঁতে পারেনি বাংলা বিভাগ। ২৫-১৮ ও ২৫-১২ তে জয় পায় রাজনীতি ও প্রশাসন বিভাগ।
আগামীকালের মেয়েদের ফাইনালে মাইক্রোবায়োলজির মুখোমুখি হবে টুণার্মেন্টের অন্যতম সেরা দল সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। এবং ছেলেদের ফাইনালে ফার্মেসির প্রতিদ্বন্দ্বীতা করবে দারুণ ছন্দে থাকা রাজনীতি ও প্রশাসন বিভাগ।