বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল গণস্বাস্থ্য কেন্দ্র
মুক্তিযুদ্ধে বিভিন্ন সেক্টরে অবদান রাখা বীর নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
মঙ্গলবার (৮ মার্চ) গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়। এর আগে, ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যে গণ বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য কেন্দ্র ও এর অঙ্গ প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
সম্মাননা প্রাপ্ত ৬ নারী মুক্তিযোদ্ধা হলেন- সিরাজগঞ্জের ৭নং সেক্টরের ভানু খাতুন, রাহেলা খাতুন, ছামেনা খাতুন এবং বিশ্রামগঞ্জের ২ নং সেক্টরের গীতা মজুমদার, ইরা কর ও পদ্মা রহমান।
বীর মুক্তিযোদ্ধা নারীরা বলেন, মুক্তিযুদ্ধের সময় অনেক লাঞ্ছনার শিকার হয়েছি। গণস্বাস্থ্য কেন্দ্র ও বাংলাদেশ সরকারের সহায়তায় এখন আমরা ভাল আছি। সকলের ভালবাসায় সিক্ত হয়ে এখন মনে হয় যে মুক্তিযুদ্ধ করে আমি সার্থক।
অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা মায়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, নারী পক্ষের আন্দোলন সম্পাদক তামান্না খান প্রমুখ উপস্থিত ছিলেন।