ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিকের ভিসি হলেন অধ্যাপক কামরুল আহসান
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কামরুল আহসান। গতকাল (১৪ ফেব্রুয়ারি) তিনি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ তাকে নিয়োগ দেন। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বাচ্চু শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউএপিতে যোগদানের আগে অধ্যাপক কামরুল আহসান আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। এর আগে অধ্যাপক আহসান ইউনিভার্সিটি অব টেকনিক্যাল মালয়েশিয়ার অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার বিভিন্ন পদে ৩১ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন।
অধ্যাপক আহসান যুক্তরাজ্যের বামিংহাম ইউনিভার্সিটি থেকে মেটালার্জি ও ম্যাটেরিয়ালস-এ ডক্টর অব ফিলোসফি অর্জন করেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
আরও পড়ুন- ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে বিপরীত মেরুতে শিক্ষামন্ত্রী-ভিসিরা
অধ্যাপক আহসান ইউনিভার্সিটি অব টেকনিক্যাল মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের একজন অন্যতম সদস্য যিনি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামসমূহের গুণগতমান নিশ্চয়তা প্রকল্পে কাজ করছেন। এছাড়া, তিনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে গবেষণা ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম বাস্তয়বায়নে স্টিয়ারিং কমিটির একজন সমন্বয়কারী।
অধ্যাপক আহসান যুক্তরাষ্ট্রের একজন ফুলব্রাইট স্কলার। তিনি একাডেমিক ও গবেষণার ক্ষেত্রে বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও তিনি দেশে-বিদেশের বিভিন্ন পেশাজীবি সংগঠনের একজন সক্রিয় সদস্য।