গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ১৫ জানুয়ারি
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অক্টোবর ২০২১ সেশনের ক্লাস শনিবার (১৫ জানুয়ারি) থেকে সশরীরে নিজস্ব ক্যাম্পাসে শুরু হবে। বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত ডীন’স কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস করার এই নির্দেশনা জানানো হয়েছে।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ভয়াবহ রূপ নেবে করোনাভাইরাস: ড. বিজন
সেখানে আরও বলা হয়, করোনা ও এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রন-এর প্রাদুর্ভাবে সরকার ঘোষিত নতুন নির্দেশনা অনুযায়ী সকলের মাস্ক পরিধান করা বাধ্যতামূলক এবং ক্যাম্পাসে প্রবেশের সময় প্রধান ফটকে সংশ্লিষ্টদের আইডি কার্ড, ভ্যাকসিন গ্রহণ অথবা টিকা সনদ প্রদর্শন করে প্রবেশ করতে হবে। এবং রুটিন অনুযায়ী সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে হবে।
উল্লেখ্য, নব্বই দশকে ৩২ একরের ক্যাম্পাস নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে সাভারের গণ বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, যার প্রশাসনিক সব কার্যক্রম বাংলা ভাষায় পরিচালিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যতিক্রমতার পরিচয় দিয়েছে এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে ৪টি অনুষদের অধীনে ১৪টি বিভাগ রয়েছে। নিম্ন-মধ্যবিত্তের স্বল্প খরচে পড়াশোনা ও বৃত্তির সুযোগ করে দিয়েছে। সমৃদ্ধ গ্রন্থাগার, আধুনিক জিমনেসিয়াম, খেলার মাঠসহ শিক্ষার্থীদের বিকাশের জন্য প্রয়োজনীয় সব উপাদান এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এ বিদ্যাপীঠে আন্তর্জাতিক মানের জ্ঞান-বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো পড়ানো হয়।