২৮ নভেম্বর ২০২১, ১৬:১৫
ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীদের জন্য বৃত্তি
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহেনা আখতার খানম। তিনি তাঁর বাবা ও মায়ের নামে ‘আব্দুল লতিফ খান-জাহানারা খানম চৌধুরী স্কলারশিপ ফান্ড’ তৈরি করে তাতে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। গত ২৪ নভেম্বর রেহেনা আখতার খানম তাঁর অনুদানের চেকটি হস্তান্তর করেন।
এ সময়ে উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, রেজিস্ট্রার, অর্থ বিভাগের পরিচালক এবং রেহেনা আখতার খানমের ছেলে হোসাঈন ইসরাথ আদিব প্রমুখ উপস্থিত ছিলেন।