২১ নভেম্বর ২০২১, ০৮:৩৯

অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করায় ২৫ বিশ্ববিদ্যালয়কে শোকজ

বেসরকারি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

অস্থায়ী কিংবা ভাড়া বাড়িতে শিক্ষাকার্যক্রম পরিচালনা করায় দেশের ২৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে শোকজ করেছে তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশিন (ইউজিসি)।

জানা গেছে, ২০১০ সাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে পাঠদানের তাগাদা দিয়ে আসছে সরকার। তবে সরকারের সেই নির্দেশনা অমান্য করে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় বছরের পর বছর ধরে ভাড়া বাড়িতে ক্লাস-পরীক্ষা নিচ্ছে। এর কারণ বিশ্ববিদ্যালয়গুলোকে নোটিশ পাঠিয়েছে ইউজিসি।

ইউজিসি সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২০১০ সালের পূর্বে শিক্ষা কার্যক্রম শুরু করেছে ৫২টি। এই ৫২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করেছে ২৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২৫টি বিশ্ববিদ্যালয় এখনো ভাড়া বাড়িতে কার্যক্রম পরিচালনা করছে। আর একটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, আমাদের বিদ্যমান আইন অনুযায়ী স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য একটি বিশ্ববিদ্যালয় ১২ বছর সময় পায়। এর মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, ১২ বছর অতিক্রম হওয়ার পরও কেন তারা স্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করেনি এই বিষয়টি জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি ও প্রতিষ্ঠানগুলোর প্রোফাইল দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইইউবিএটি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আইইউবি,ইউএসটিসি, সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটি, আইআইইউসি, এশিয়ান ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বিইউবিটি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, এআইইউবি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি।

এদিকে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনোটির বিরুদ্ধে অননুমোদিত ক্যাম্পাস ও প্রোগ্রাম পরিচালনা, কোনোটির বিরুদ্ধে সনদ বাণিজ্যের অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির পূর্বে এগুলো যাচাই করে ভর্তি হতে বলেছে ইউজিসি। ​এ সংক্রান্ত তথ্য ইউজিসি ওয়েবসাইটে (www.ugc.gov.bd) প্রকাশ করেছে।