০৩ নভেম্বর ২০২১, ১১:৩০

নর্দান ইউনিভার্সিটর নতুন প্রো-ভিসি ড. নজরুল ইসলাম

নর্দান ইউনিভার্সিটর নতুন প্রো-ভিসি ড. নজরুল ইসলাম  © ফাইল ফটো

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নজরুল ইসলাম সোমবার (১ নভেম্বর) থেকে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ'র উপ-উপাচার্য হিসেবে এই নিয়োগ কার্যকর হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. নজরুল ইসলামকে নর্দান ইউনিভার্সিটি-কে উক্ত ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এ যোগদানের পূর্বে বাংলাদেশের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন ড. ইসলাম। সর্বশেষ তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য ও বিজনেস স্কুলের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট শিক্ষক, গবেষক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আস্থার সঙ্গে দীর্ঘসময় দায়িত্ব পালন করেছেন। দেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক হিসেবে তিনি কাজ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, নর্থ-সাউথ, ইস্ট-ওয়েস্ট এবং ইস্টার্ন ইউনিভার্সিটিতে।