স্বপ্ন এখন বাড়ি নয়, স্বপ্ন হলো ক্যাম্পাসে
ক্যাম্পাস প্রতিনিধি, হাসিবুল হাসান ইমু: শিক্ষার্থীদের বলা হয়ে থাকে ক্যাম্পাসের প্রাণ। শিক্ষার্থীবিহীন ক্যাম্পাস প্রাণহীন পাথরের মূর্তির ন্যায়। করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস পর প্রিয় শিক্ষার্থীদের পদচারনায় আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফিরেছে প্রাণ।
গত বছরের মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি বন্ধ হয়েছে যায়। শিক্ষার্থী বিহীন ফাঁকা ক্যাম্পাসে ছিল যেন প্রাণহীন। জীর্ণশীর্ণভাবে পড়ে ছিল ক্যাম্পাসের দোকানপাট, ক্লাসরুম, লাইব্রেরি। শিক্ষার্থীদের পদচারণায় যে রাস্তাগুলো মুখরিত থাকতো, সেই রাস্তাগুলো ছিল যেন মৃত্য প্রায়।
শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের সদর দরজায় সকাল থেকেই শিক্ষকদের নিয়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার।
যথাযত স্বাস্থ্যবিধি মেনে ফুল, মাস্ক প্রদান এবং কেক কেটে প্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় তাদের প্রিয় ক্যাম্পাসে।