১০ আগস্ট ২০২১, ১৯:২৬

ইউল্যাবে ফার্স্ট এইড এবং মহামারী সংকট নিয়ে কর্মশালা

ইউল্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের ভার্চুয়াল কর্মশালা  © সংগৃহীত

প্রাথমিকভাবে প্রয়োজনীয় ওষুধপত্র রাখার উপর গুরত্বারোপ করে কর্মশালার প্রধান বক্তা বলেন, বাসায় যত প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, সেই তালিকায় অবশ্যই একটি ফার্স্ট এইড বক্স থাকা জরুরী। 

গত ৩১ জুলাই ইউল্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব আয়োজিত কর্মশালার প্রধান বক্তা ইউল্যাবের মেডিকেল অফিসার ডা. সাবিহা সুলতানা এ সব কথা বলেছেন। কর্মশালার আলোচনার বিষয় ছিল ফার্স্ট এইড এবং মহামারি সংকট।

তিনি আরও বলেন, বর্তমান প্যানডেমিক মহামারি থেকে আত্মরক্ষায় পুষ্টিকর খাবার খেতে এবং পরিমিত ব্যায়াম করার পরামর্শ দেন। একই সাথে মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে বলেও তিনি বলেন।

ক্লাবের কার্যনির্বাহী সদস্যগণ এ কর্মশালায় যোগদান করেন। সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরি এতে অংশগ্রহণ করেন।