বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর শুল্ক

অনেক শিক্ষার্থীর পড়াশোনা মাঝপথে বন্ধের পরিস্থিতি তৈরি হবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যম স্কুলের ওপর প্রস্তাবিত শুল্ক শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বোঝা তৈরি করবে এবং অনেকের পড়াশোনা মাঝপথে বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হবে।

বৃহস্পতিবার (১০) ‘পোস্ট বাজেট (২০২১-২২) ডিসকাশন: এডুকেশন ইন ফোকাস’ শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে এসব কথা বলেন বক্তারা। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইই-উবি) ডিপার্টমেন্ট অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস- এর উদ্যোগে এ ওয়েবিনারের আয়োজন করা হয়।

আরো পড়ুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাড়বে টিউশন ফি

ডিপার্টমেন্ট অব সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস-এর ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান শারমিন আহমেদের সঞ্চালনায় ওয়েবিনারে বক্তব্য রাখেন গণস্বাক্ষরতা অভিযানে নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, আইই-উবি’র সহ-উপাচার্য নিয়াজ আহমেদ খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন তৈয়েবুর রহমান, ঢাবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. আবু ইউসুফ, আইই-উবি’র সহযোগী অধ্যাপক কাজী মাহমুদুর রাহমান, মো. শাহনেওয়াজ হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ