০৫ জুন ২০২১, ২১:৫৮

শিক্ষাপ্রতিষ্ঠান কি আলু-পটলের দোকান, প্রশ্ন শিক্ষার্থীদের

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা  © সংগৃহীত

সদ্য ঘোষিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর ওপর ১৫ শতাংশ করারোপ করা হয়েছে। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার (৫ জুন) সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নো ভ্যাট অন এডুকেশন’ এর ব্যানারে মানববন্ধন করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কর্মসূচীতে বক্তারা বলেন, ঘোষিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর ওপর ১৫ শতাংশ করাপের প্রস্তাব দিয়েছে সরকার। এ সময় তারা প্রশ্ন রাখেন, শিক্ষাপ্রতিষ্ঠান কি আলু পটলের দোকান যে কর দিতে হবে?

শিক্ষার্থীরা বলেন, সরকার বলছে এই কর দেবে প্রতিষ্ঠানের ট্রাস্টি বা মালিক। কিন্তু আমরা জানি, দিন শেষে এই করের টাকা শিক্ষার্থীদের কাছ থেকেই আদায় করা হবে। এ জন্য তারা কর আরোপের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালের বাজটে ৭.৫ শতাংশ ভ্যাটের প্রস্তাব করা হলে শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করেছিল। এবারো ঐক্যবদ্ধভাবে ১৫ শতাংশ করারোপের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করবেন বলে জানান।

বেসরকারি লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী নাহিদ হাসান প্রান্তিকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়া হোসাইন বিতস্তা, রাফিদ চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বিশাল দেব। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের ছাত্র নাবিল হোসেন।