০৪ জুন ২০২১, ১৭:৩১

গবি ছাত্রী লিজুকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ

গণ বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ব্লাড ক্যান্সারে (একিউট মাইলয়েড লিউকেমিয়া) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মেধাবী ছাত্রী ফাহিমা আক্তার লিজু। বর্তমানে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা বেশ সংকটাপন্ন। ক্যান্সারের শেষ ধাপ এটা। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে আপাতত আনুমানিক ৫টা কেমো দেয়া লাগতে পারর। যদিও কেমো গ্রহণ করা বেশ কষ্টসাধ্য। রোগীর শরীরের যা অবস্থা, তাতে আশংকার কারণ আছে। সফলভাবে কেমোথেরাপি শেষ হলে ‘বোন মেরো’ ট্রান্সপ্ল্যান্টেশন করতে হবে। এটা চিকিৎসার শেষ পর্যায়।

জানা যায়, গত ১১ মে থেকে লিজু হাসপাতালে ভর্তি হন। এরপর ২৬ মে থেকে প্রথম কেমোথেরাপি দেয়া শুরু হয়। এই চিকিৎসার পাশ্ব-প্রতিক্রিয়া হিসেবে বমি, খাবারে অরুচি, কোষ্ঠকাঠিন্য, অত্যাধিক হারে প্লাটিলেট কমে যাওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মাসুদা বেগমের অধীনে তার চিকিৎসা করা হচ্ছে।

তার পরিবারের সদস্যরা জানান, বেশ আগে থেকেই ওর শরীরের অবস্থা তেমন ভালো না। প্রায়ই অসুস্থ থাকতো। এপ্রিলের শুরুতে নতুন করে সমস্যা দেখা দেয়। কিন্তু লকডাউনের কারণে তখন ঢাকায় আনা সম্ভব হয়নি। মে মাসের শুরুতে অবস্থা খারাপের দিকে যাওয়ায় বাধ্য হয়ে ঢাকায় আনা হয়। এরপর বেশকিছু পরীক্ষা করে ব্লাড ক্যান্সার নিশ্চিত করেন ডাক্তাররা।

লিজুর শিক্ষক ও সহপাঠীরা জানান, শুরু থেকেই সে অত্যন্ত মেধার স্বাক্ষর রেখে আসছে। পড়ালেখায় দারুণ মেধাবী এই মেয়েটা ক্লাসে সবসময় মনোযোগী থাকতো। তার সম্পর্কে কখনো খারাপ অভিযোগ পাওয়া যায়নি। আমরা অতি দ্রুত তার সুস্থতা কামনা করছি।

পরিবারের পক্ষ থেকে জাননো হয়েছে, লিজুর সম্পূর্ণ চিকিৎসা ও বিভিন্ন আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ৪০ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। তাই মেধাবী এই শিক্ষার্থী তথা ভবিষ্যৎ ডাক্তারকে বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

লিজুকে সাহায্য পাঠানোর ঠিকানা:
ডাচ বাংলা ব্যাংক: হবিগঞ্জ শাখা
হিসাব নং: ১৮৭. ১০৫. ০০০. ২৭৫৪
ইসলামি ব্যাংক: হবিগঞ্জ শাখা
হিসাব নং: ২০৫০১৯৮৬৭০০১৫৭২১৩

বিকাশঃ ০১৭৫১ ৮১৮২৮১
নগদঃ ০১৭৪২ ০০১৩৭৯
রকেটঃ ০১৫২১ ২৬০৫৩১০