ইউআইইউ’র নতুন উপ-উপাচার্য অধ্যাপক আবুল কাসেম মিয়া

অধ্যাপক ড. মো. আবুল কাসেম মিয়া
অধ্যাপক ড. মো. আবুল কাসেম মিয়া  © ফাইল ফটো

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর নতুন উপ-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মো. আবুল কাসেম মিয়া। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য ইউআইইউর উপ-উপাচার্য পদে তাকে নিয়োগ দেন।

অধ্যাপক ড. মো. আবুল কাসেম মিয়া বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন এবং তিনি প্রায় ৬ বছর বুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘ ২০ বছর বুয়েটের বিভিন্ন প্রশাসনিক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবনে বুয়েট হতে বিএসসি এবং এমএসসি শেষ করেন। এরপর তিনি জাপানের টোহোকু ইউনিভার্সিটি হতে এম.এস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক ড. মো. আবুল কাসেম মিয়া বহুমাত্রিক গবেষণায় নিজেকে জড়িয়ে রেখেছেন। অ্যালগরিদম, প্যারাল্যাল প্রোসেসিং, গ্রাফ থিওরি, গ্রাফ ভিজিওলাইজেশন এবং কম্পিউটেশোনাল কমপ্লেক্সিটি নিয়ে তিনি গবেষণা করছেন। তাঁর সর্বমোট ৫০ টিরও বেশি গবেষণা পত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।


সর্বশেষ সংবাদ