করোনা ভ্যাকসিন নিতে সহায়তা দিচ্ছে ড্যাফোডিল ভলান্টারি ক্লাব
- ড্যাফোডিল প্রতিনিধি
- প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ০৯:৫৬ PM , আপডেট: ০১ এপ্রিল ২০২১, ০৯:৫৬ PM
করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে আসা মানুষদের সহায়তা দিচ্ছে ড্যাফোডিল ভলান্টারি সার্ভিস ক্লাব। ভ্যাকসিন নিতে আসা মানুষদের রেজিস্ট্রেশনের করে দিচ্ছে ক্লাবটি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ রেজিস্ট্রেশনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় দোসাইদ একে স্কুল এন্ড কলেজ মাঠে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ভলান্টারি সার্ভিস ক্লাবের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র এসিস্টেন্ট ডিরেক্টর কাজী দিলজেব কবির রিপন, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনোয়ার মণ্ডল, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হাজী মোশারফ খান প্রমুখ।
ভলান্টারি সার্ভিস ক্লাব জানিয়েছে, এ রেজিস্ট্রেশন কার্যক্রমে স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন স্থানীয়রা। গত ২১ মার্চ থেকে ড্যাফোডিল ভলান্টারি সার্ভিস ক্লাব এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করে। করোনায় ভবিষ্যৎ পরিস্থিতিতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।