‘কাজের মাধ্যমে বঙ্গবন্ধু জাতির অন্তরে বেঁচে আছেন’
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও নবগঠিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, ‘বঙ্গবন্ধু তার কাজের মাধ্যমে জাতির অন্তরে বেঁচে আছেন।’
আজ বুধবার (১৭ মার্চ) আইআইইউসির উদ্যোগে সীতাকুণ্ড কুমিরাস্থ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অধ্যাপক নেজামুদ্দিন নদভী বলেন, জাতির পিতার সারা জীবনের স্বপ্ন ছিল সোনার বাঙলা গড়া। তাঁর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার নাগপাশ থেকে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। বাঙালি পেয়েছিল স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সঙ্গীত।
তিনি বলেন, যুদ্ধবিদ্ধস্ত দেশে বঙ্গবন্ধু যখন জাতিকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত তখনই ঘাতকচক্র তাঁকে সপরিবারে হত্যা করে। স্বাধীনতাবিরোধী অপশক্তি বাঙালী জাতির হৃদয় থেকে মুছে ফেলতে চেয়েছিল বঙ্গবন্ধুর নাম।
বঙ্গবন্ধু তার কাজের মাধ্যমে জাতির অন্তরে বেঁচে আছেন উল্লেখ করে এমপি নদভী বলেন, ইতিহাস আপন গতিতেই চলে। জোর করে কারো নাম বা অবদানকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস বিকৃত করে যারা বঙ্গবন্ধুকে তাঁর সোনার বাংলায় নিষিদ্ধ করেছিল তারা আজ চরমভাবে পরাজিত। বঙ্গবন্ধুর কাজের মাধ্যমে তার অস্তিত্ব বাঙালী হৃদয়ে বেঁচে থাকবেন।
নবগঠিত আইআইইউসি বোর্ড অব ট্রাস্টি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও বোর্ড অব ট্রাস্টি অধ্যাপক ড. সালেহ জহুর।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক শফীউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নবগঠিত আইআইইউসি বোর্ড অব ট্রাস্টি অধ্যাপক হেলাল উদ্দিন নেজামী, অধ্যাপক কাজী দ্বীন মুহাম্মদ, আবু সুফিয়ান, মুহাম্মদ ইসমাঈল মানিক, মিসেস রিজিয়া রেজা চৌধুরী, মাহবুবুল আলম, আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, সিরাজুল করিম প্রমুখ।